page contents

গেট-এ-ফ্রিল্যান্সারে বিড করার পদ্ধতি

{ Posted on 1:22 AM by Best earn mony help }
Tags :

গেট-এ-ফ্রিল্যান্সারে একটি প্রজেক্টের পৃষ্ঠায় বিভিন্ন ধরনের তথ্য থাকে, তার মধ্য থেকে উল্লেখযোগ্য অংশগুলো হচ্ছে:


  • Budget: প্রজেক্টে বায়ারের বাজেট এখানে প্রদর্শন করা হয়। বিড করার সময় আপনাকে এই সীমার মধ্যে মূল্য উল্লেখ করতে হবে।
  • Project Creator: এই অংশে বায়ারের নাম, রেটিং, বায়ার সম্পর্কে অন্যান্য প্রোভাইডারের ফিডব্যাক/রিভিউ ইত্যাদি প্রদর্শন করে। বায়ারকে প্রাইভেট ম্যাসেজ জন্য Post PM নামক একটি বাটন এই অংশে পাওয়া যাবে। প্রজেক্টে বিড করার পরই কেবল প্রাইভেট ম্যাসেজ দিতে পারবেন।
  • Description: প্রজেক্টের বিবরণ এই অংশে পাওয়া যাবে। তবে অনেক সময় বায়ার সম্পূর্ণ বিবরণ এই অংশে প্রকাশ করে না। তাই বিড করার পর বায়ারকে PM এর মাধ্যমে যোগাযোগ করে প্রজেক্টের সম্পূর্ণ বিবরণ জেনে নিন।
  • View Project Clarification Board: প্রজেক্টের কোন রিকোয়ারমেন্ট বোঝতে না পারলে এই অংশের মাধ্যমে আপনি বায়ারের সাথে যোগাযোগ করতে পারেন যা অন্য প্রোভাইডারাও দেখতে পারবে এবং তারাও তাদের মন্তব্য দিতে পারবে। সকল প্রোভাইডারের অংশগ্রহনের মাধ্যমে প্রজেক্টের রিকোয়ারমেন্ট পরিষ্কার করাই হচ্ছে এই অংশের মূল উদ্দেশ্য।
  • Bid on This Project: সর্বশেষে প্রজেক্টে বিড করতে এই বাটনে ক্লিক করুন। একটি নতুন উইন্ডো আসবে যেখানে তিনটি টেক্সবক্স দেখতে পাবেন। প্রথমটি বিডের মূল্যের জন্য, দ্বিতীয়টি হচ্ছে এই প্রজেক্টটি আপনি কতদিনে সম্পন্ন করতে পারবেন তা উল্লেখ করার জন্য এবং সর্বশেষ টেক্সটবক্সে বিড সংক্রান্ত আপনার মস্তব্য বা আপনার নিজের সম্পর্কে কোন তথ্য প্রদানের জন্য।
রেন্ট-এ-কোডার সাইটের সাথে এই সাইটের মূল পার্থক্য হল এখানে বিড উন্মুক্ত থাকে। অর্থাৎ একজন প্রোভাইডারের বিড করা অর্থ মূল্য, ডেডলাইন সময়, বিড করার সময় মন্তব্য অন্য প্রোভাইডার দেখতে পারে। এটি একদিকে যেমন প্রোভাইডারদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব প্রকাশ করে অন্যদিকে নতুনদের জন্য একটু অসুবিধার সৃষ্টি করে। তাই অনেকে বিড করার সময় একটি গড় মূল্য উল্লেখ করে আর Post PM এর মাধ্যমে বায়ারকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কম মূল্যে কাজ করে দেবার প্রস্তাব করে। তবে মনে রাখবেন বায়ার যদি আপনার প্রাইভেট মেসেজটি চেক না করে, তাহলে সে জানতেও পারবেনা আপনি কত ডলারে কাজ করতে ইচ্ছুক। তাই এটি অনেক সময় বায়ারের ইচ্ছার উপর নির্ভর করে থাকে।






গেট-এ-ফ্রিল্যান্সার সাইটে লগইন করার পর Manage Account নামক পৃষ্ঠা থেকে আপনার একাউন্টের বিভিন্ন তথ্য পরিবর্তন, বিড করা প্রজেক্ট, একাউন্ট ব্যালেন্স, টাকা উত্তোলন ইত্যাদি করতে পারবেন। ম্যানেজ একাউন্ট পৃষ্ঠাটি কয়েকটি ভাগে বিভক্ত:


News for members: সাইটের সর্বশেষ খবর, বিভিন্ন ধরনের সাহায্যকারী তথ্য এই পৃষ্ঠায় পাওয়া যাবে যা নতুন ইউজারদের অবশ্যই ভালভাবে পড়ে নেয়া উচিত।


Account Details: এই পৃষ্ঠায় বিভিন্ন ধরনের সাহায্যকারী নিবন্ধের লিংক, আপনার ব্যালেন্সের সর্বশেষ অবস্হা, আপনার প্রোফাইল পৃষ্ঠার লিংক, গোল্ড মেম্বার হবার লিংক, অর্থ উত্তোলন করার লিংক ইত্যাদি রয়েছে।


Edit Account Info: এই পৃষ্ঠায় আপনার ব্যক্তিগত তথ্য এবং প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে পারবেন।


Buyer Activity: ইচ্ছে করলে আপনি নিজেও বায়ার হিসেবে প্রজেক্ট সাবমিট করে অন্য প্রোভাইডার দিয়ে কাজ করিয়ে নিতে পারেন। হতে পারে আপনি বড় একটি প্রজেক্টের কোন একটি অংশ করতে পারছেন না, তখন ওই অংশের জন্য একটি নতুন প্রজেক্ট তৈরি করে অন্য প্রোভাইডারের সাহায্য নিতে পারেন। অথবা আপনার ব্যক্তিগত কোন কাজ সম্পন্ন করার জন্য বায়ার হিসেবে সাইটে আত্মপ্রকাশ করতে পারেন।


Provider Activity: এই পৃষ্ঠায় প্রোভাইডার হিসেবে আপনার বিড করা প্রজেক্ট, রেটিং, বায়ারের রিভিউ ইত্যাদি ব্যবস্থাপনা করতে পারবেন।


Affiliate Activity: কাজ না করেও এই সাইট থেকে আপনি আয় করতে পারেন, আর তা হচ্ছে অন্য ইউজারকে এই সাইটে রেজিষ্ট্রেশন করিয়ে। আর তার জন্য এই অংশে একটি লিংক পাবেন যা ইমেইল করে বা আপনার ওয়েবসাইটে রেখে অন্য ইউজারকে রেজিষ্ট্রেশন করার আমন্ত্রণ জানাতে পারেন। আপনার আমন্ত্রিত ইউজার যা আয় করবে তার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি পাবেন।


Payment Transactions: এই পৃষ্ঠায় অর্থ সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন। এর মধ্যে রয়েছে টাকা উত্তোলন, ব্যালেন্স দেখা, Escrow Payment, অন্য ইউজারের একাউন্টে অর্থ স্থানান্তর ইত্যাদি।







Aug 02
গেট-এ-ফ্রিল্যান্সার সাইটটিতে রেজিষ্ট্রেশন করার জন্য মেন্যু থেকে Sign Up নামক লিংকটিতে ক্লিক করুন এবং নিচের ধাপগুলো অনুসরণ করুন -


Step 1: New User Signup


  • Username: এই ধাপে একটি Username প্রদান করুন যা পরবর্তীতে সাইটে লগইন করার সময় প্রয়োজন পড়বে।
  • E-mail Address: আপনার ইমেইল এড্রেসটি প্রদান করুন।
  • Terms & Conditions: সাইটের শর্তাবলীর সাথে সম্মত হলে এটি সিলেক্ট করুন।
  • Gold Member: গোল্ড মেম্বার হতে চাইলে এটি সিলেক্ট করুন। তবে রেজিষ্ট্রেশন করার সময় এটি সিলেক্ট করার প্রয়োজন নেই, পরবর্তীতে যে কোন সময় আপনি গোল্ড মেম্বার হতে পারবেন।
Step 2: Email Verification
প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করার পর আপনাকে একটি নিশ্চিতকরণ ইমেইল পাঠানো হবে। ইমেইলের সাথে একটি লিংক এবং একটি কোড পাঠানো হবে। এই ধাপটি আপনি যেকোন এক পদ্ধতিতে সম্পন্ন করতে পারেন - নিশ্চিতকরণ লিংকটিতে ক্লিক করে অথবা কোডটি কপি করে সাইটে পেস্ট করার মাধ্যমে। এই পদ্ধতিতে আপনি সঠিক ইমেইল ঠিকানা প্রদান করেছেন কিনা তা যাচাই করা হয়।



Step 3: User Profile
সর্বশেষ এই ধাপটি একটু সময় নিয়ে সঠিকভাবে সম্পন্ন করুন। এই অংশ কয়েকটি ভাগে বিভক্ত -
  • Account details: এই অংশে আপনার পূর্ণ নাম, কোম্পানির নাম অথবা ডাক নাম এবং লগইন করার জন্য পাসওয়ার্ড প্রদান করুন।
  • Address details: আপনার পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান করুন।
  • Notifications: ইমেইলের মাধ্যমে নতুন প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে এটি সিলেক্ট করুন।
  • Service Provider profile: এই অংশে আপনি যে বিষয়গুলোতে দক্ষ তা উল্লেখ করুন এবং কাজের অভিজ্ঞতা উল্লেখ করে একটি প্রোফাইল তৈরি করুন। বায়ার এই প্রোফাইলের উপর ভিত্তি করে আপনাকে কাজ দিবে। প্রোফাইলের সাথে আপনার ছবি বা আপনার কোম্পানির লোগো প্রদান করতে পারেন।

No Response to "গেট-এ-ফ্রিল্যান্সারে বিড করার পদ্ধতি"